Surprise Me!

স্কুল তো নয় যেন অভিজাত রিসোর্ট | Chandpur | jagonews24.com

2021-06-15 0 Dailymotion

চারদিকে সবুজের সমারোহ। বাতাসে গাছের পাতা দোলে। দেখে মনে শিহরণ জাগে। প্রত্যন্ত অঞ্চলের একটি গ্রাম, নাম লক্ষ্মীপুর (বহরিয়া)। সেখানেই দেখা গেল ব্যতিক্রমী একটি স্কুল। দেখে মনে হয় না এটি বিদ্যাপিঠ। কোন জমিদারের বাড়ি বা আধুনিক রিসোর্ট মনে হতে পারে। বিদ্যাপিঠটি ঘুরে এসে লিখেছেন রিফাত কান্তি সেন-<br /><br />যেতে যেতে রাস্তার দু’পাশের গাছ-গাছালি আর পাখির কলতানে গ্রামীণ পরিবেশের ছোঁয়া যেন হৃদয় কেড়ে নেয়। শহর ছেড়ে গ্রামের পথে ঢুকতেই দেখা মিলল কারুকার্য খচিত, দৃষ্টিনন্দন একটি বিদ্যাপিঠের। যেখানে দিনে সূর্য আর রাতে চাঁদের আলোয় বিদ্যাপিঠের ভবনটি আলোতে ঝলমল করছে।<br /><br />বিস্তারিত পড়তে - https://www.jagonews24.com/feature/article/511849

Buy Now on CodeCanyon